শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৮ অপরাহ্ন
রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধি.
রংপুর জেলায় ২৫ অক্টোবর থেকে মাসব্যাপী কিশোরীদের জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এই ক্যাম্পেইনের মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় ৫ম থেকে ৯ম শ্রেণীতে অধ্যায়নরত ছাত্রীদের শ্রেণীভিত্তিক ও স্কুল বহির্ভুত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এইচপিভি টিকা দেওয়া হবে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) বুধবার বিকাল ৩টায় রংপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে রংপুর সদর হাসপাতালের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে রংপুর জেলার কিশোরীদের জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদানের তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন রংপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোস্তফা জামান চৌধুরী।
তিনি বলেন, রংপুর জেলার ৮ উপজেলায় স্কুলগামী ৫ম থেকে ৯ম শ্রেণীর ১ লাখ ৪১ হাজার ৫২ জন এবং কমিউনিটির ১০ থেকে ১৪ বছরের ৪ হাজার ৩৪ জন কিশোরীকে এই টিকা প্রদান করা হবে। এ সময় উপস্থিত ছিলেন রংপুরের ডেপুটি সিভিল সার্জন ডাঃ রুহুল আমিন ও ডাঃ মাহাবুব সহ রংপুরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।