শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
মোস্তফা মিয়া- পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান এর সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার নবাগত পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান এর সভাপতিত্বে উপজেলা অডিটরিয়াম হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- আ‘লীগের কেন্দ্রিয় কমিটির সদস্য খলিলুর রহমান, পীরগঞ্জ উপজেলা আ‘লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রাজা, সহঃ সভাপতি মকবুল হোসেন, উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান রওশন আরা রীনা, উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার, সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, আ‘লীগনেতা শাহিদুল ইসলাম পিন্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, নুরুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সম্পদক মাজহারুল ইসলাম মিলন, চেয়ারম্যান এনামুল হক শাহিন, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ইমাম হাফজ রফিকুল ইসলাম, পুজা কমিটির সভাপতি সুধীর চন্দ্র, খৃষ্টান নেতা লিটন লাকড়া প্রমুখ।
সভায় বক্তরা পীরগঞ্জের বিভিন্ন সম্ভাবনা উন্নয়ন প্রসঙ্গে বক্তব্য রাখেন- এবং নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহার দায়িত্ব পালনের ক্ষেত্রে সকলের সহযোগীতা কামনা করেন।
এ মত বিনিময় সভায় উপজেলার বীরমুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, গণমাধ্যম ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ইকবাল হাসান গত ৬ই জুন পীরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।