বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০৮ পূর্বাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের মলক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারসহ ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃত আসামীরা হলো- টেক্সটাইল ইঞ্জিনিয়ার মোঃ আশরাফুল ইসলাম, লেলিন শেখ, জিল্লুর রহমান খান ও সাইফুল ইসলাম ওরফে শাওন।
গতকাল রবিবার ১লা মে, ২০২২ইং ধারাবাহিক অভিযানে মগবাজার এবং মোহাম্মদপুরের পশ্চিম কাটাসুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে ডিবি গুলশানের ক্যান্টনমেন্ট জোনাল টিম। এসময় তাদের হেফাজত থেকে ছিনতাই কাজে ব্যবহৃত যথাক্রমে, (ক) ২টি মোটর সাইকেল, (খ) ২টি হেলমেট, (গ) ছিনতাইকৃত ৩৪ লক্ষ টাকা, (ঘ) ৪ হাজার পিস ইয়াবা, (ঙ) ২-টি শার্ট, (চ) ১টি প্যান্ট, (ছ) ২ জোড়া জুতা উদ্ধারমূলে জব্দ করা হয়।
আজ সোমবার ২রা মে, ২০২২ইং বেলা ১১টা ৩০ ঘটিকায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার)।
এ সময় সকলকে ঈদ শুভেচ্ছা জানিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, পুরো রমজানে দু’একটি ছিনতাইয়ের ঘটনা ছাড়া অনকাঙ্খিত কোন ঘটনা ঘটেনি। কিন্তু রমজানের পূর্বে মিরপুর এলাকায় দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। একটি ঘটনায় ১১ লাখ এবং অপর ঘটনায় ৪ লক্ষ টাকা ছিনতাই হয়। দুটি ঘটনায় পল্লবী থানায় পৃথক মামলা রুজু হয়।
তিনি বলেন- মামলা দুটির ছায়া তদন্ত করে ডিবি গুলশানের ডিসি মশিউর রহমানের নেতৃত্বে একাধিক টিম। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় প্রথম ঘটনায় ইঞ্জিনিয়ার আশরাফ ও মোঃ লেনিন শেখ এবং দ্বিতীয় ঘটনায় জিল্লুর রহমান খান ও সাইফুলকে মোটর সাইকেল আরোহী হিসেবে শনাক্ত করে গ্রেফতার করা হয়।
ছিনতাইয়ের কৌশল সম্পর্কে ডিবি কর্মকর্তা বলেন, এরা মূলত: ভালো ব্র্যান্ডের মোটরসাইকেল নিয়ে রিক্সাযাত্রী বা ব্যাংক থেকে টাকা উত্তোলণকারীর নিকট থেকে আচমকা টান মেরে হাই স্পিডে পালিয়ে যায়। এরা ইতোমধ্যে মিরপুর, পল্লবী, বনানী, গুলশান, ধানমন্ডি, তেজগাঁও ও আগারগাঁও এলাকায় শতাধিক ছোট-বড় ছিনতাইয়ের কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে।
তিনি আরও বলেন- গ্রেফতারকৃত লেলিন শেখ ও শাওনের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ, মিরপুর, তেজগাঁও শিল্পাঞ্চল, শেরেবাংলানগর, মোহাম্মদপুর ও পল্লবী থানায় একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে। ঈদের সময় ঢাকার রাস্তা ফাঁকা থাকে তাই দূর্ঘটনা এড়াতে যানবাহন দ্রুত না চালানোর পরামর্শ প্রদান করেন ডিবির এ কর্মকর্তা।
গোয়েন্দা গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান, বিপিএম (বার), পিপিএম-সেবা এর নিদের্শনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ কামরুজ্জামান সরদার এর তত্ত্বাবধানে ক্যান্টনমেন্ট জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস.এম রেজাউল হকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।