শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:২৩ অপরাহ্ন
শামীনুর রশীদ- রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
জাতি ধর্ম নির্বিশেষে রক্ত দিবো মানবতার কল্যাণে এই স্লোগান কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আমাদের স্বপ্ন রক্ত দান সেবা সংগঠনের এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় আমাদের স্বপ্ন” গ্রুপের আয়োজনে রাণীশংকৈল পৌর শহরের কুয়েত মসজিদ সংলগ্ন উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে পৌর জামায়াতের আমির আব্দুল মতিন বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক, এ্যাডভোকেট আমানুল্লাহ আল জিহাদী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঠাকুরগাঁও জেলা সভাপতি মতিউর রহমান, ঠাকুরগাঁও জেলা ছাত্রশিবিরের সভাপতি রাশিদুল ইসলাম, রাণীশংকৈল জামায়াতের যুব বিভাগের সভাপতি মোকাররম হোসাইন, বাচোর ইউনিয়নের আমির মাওলানা ইয়াকুব আলী, রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, আমাদের স্বপ্ন রক্ত দান সেবা সংগঠনের সভাপতি মোজাফফর হোসেন, সহঃ সভাপতি আহসান হাবীব, প্রচার সম্পাদক সাব্বির রহমান, সহকারী প্রচার সম্পাদক লিমন সরকার, ছাত্রশিবিরের ঠাকুরগাঁও জেলা সাহিত্য সম্পাদক আয়নাল হক, ছাত্রশিবিরের পৌরশহর শাখার সভাপতি রকিব হাসান পৌরশহর শাখার সাবেক সভাপতি, ইমরান আলীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমাদের স্বপ্ন রক্ত দান সেবা সংগঠনের সেক্রেটারি শামীম হোসেন।