বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
মাহাবুব আলম- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি.
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এদিন সন্ধ্যায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা মহিলা দলের সভাপতি মনিরা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ. সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক হাসান মাহামুদ মামুন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন, রাণীশংকৈল উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান, সহ. সভাপতি নূর নবী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান মনি। এছাড়াও মহিলা দলের উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- সভায় আগের কমিটি ভেঙে দিয়ে ৪ সদস্য বিশিষ্ট্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসাবে দায়িত্ব পেয়েছেন মনিরা বিশ্বাস, যুগ্ম আহবায়ক রেসমা হায়দার টুনি, যুগ্ম আহবায়ক মনোয়ারা মোয়াজ্জেম ও সদস্য সচিব আনার কলি।