রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন
শামীম- রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি.
“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় সমাজ সেবা দিবস পালন করা হয়।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) ২০২৫ইং সরকার ১০টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের মূল শহর প্রদক্ষিণ করে। পরে সমাজসেবা অফিসার আব্দুর রাহিমের সভাপ্রধানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সম্মানিত অতিথি ছিলেন, উপজেলার সাবেক নায়েবে আমীর মিজানুর রহমান মাষ্টার। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপি সভাপতি শাহজাহান আলী, প্রেস ক্লাব সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, সমন্বয়ক তরিকুল ইসলাম তারেক, জুলাই কন্যা অরিণ ফারুকী প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকতা, রাজনৈতিক-সামাজিক নেতা, মুক্তিযোদ্ধা, ভাতাভোগী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।