শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন
মাহাবুব আলম- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
আমি কুয়েত প্রবাসী,ইচ্ছা করলে ঢাকায় কিংবা দেশের বাইরে ব্যবসা করে,এখানকার থেকে দ্বিগুণ লাভ করতে পারতাম। কিন্তু আমার জন্মভূমিকে ভালোবেসে বলিদ্বারার মানুষকে ভালোবেসে এখানে ব্যবসা করতে এসেছি। আপনাদের কাছে টাকা পয়সা কিছু চাই না। শুধু যে কোন কাজে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে আমাকে সহযোগিতা করবেন।
আমি আপনাদের সহযোগিতায় বলিদ্বারার মানুষকে ব্যবসার মাধ্যমে বদলাতে চায়। ব্যবসায়ীদের বর্ষপূর্তি অনুষ্ঠানে এস আর ইমপেক্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সি ই ও শাহাজাহান আলী রাজু তাঁর স্বাগত বক্তব্যে এ কথা বলেন।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার (২৬ নভেম্বর) বিভিন্ন ব্যবসায়ীদের বর্ষপূর্তি উপলক্ষে বিজনেস সেমিনার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এদিন দুপুরে বলিদ্বরা বাজার সংলগ্ন এস আর গ্রুপের হাস্কিং মিল চত্বরে এস আর ইমপেক্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাজাহান আলী রাজুর উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রাণীশংকৈলের বিশিষ্ট ব্যবসায়ী শাহাজামাল আলী।
সমাজকর্মী প্রসেনজিৎ দাস মলয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগ যুগ্ন সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আহম্মেদ হোসেন বিপ্লব, রাণীশংকৈল ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক আ. জ. ম শফিউল্লাহ, আ‘লীগ নেতা ও ব্যবসায়ী আব্দুল জব্বার ও বাদল হোসেন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন, সহকারী অধ্যাপক সামিউদ্দিন আহম্মেদ, আইয়ুব আলী, আহসান আলী, আল আমীন, মনজুরুল আলম, হুমায়ুন কবির, মোঃ শরিফ, মোঃ জুয়েলসহ প্রায় শতাধিক বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।