শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন
মাহাবুব আলম- রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি.
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার( ৩১ ডিসেম্বর) বিকালে হেলিপ্যাড মাঠে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল (বালক-বালিকা) টুর্নামেন্টের সমাপনী ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় |
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দীনের সভাপতিত্বে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি রজব আলী, পৌর বিএনপি’র সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সীমান্ত বসাক প্রমুখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ শিক্ষক খেলোয়াড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার জাহিদ হোসেন।
উল্লেখ্য- সমাপনী খেলার ফলাফলে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়(বালক) টাইব্রেকারে-১-০ গোলে চেংমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।অপরদিকে কলিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়(বালিকা)ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-৩ গোলে হারিয়ে বিজয়ী হন। খেলার ধারাভাষ্যে ছিলেন, সহকারী শিক্ষক আজিজার রহমান। পরে বিজয়ী ও রানার্সআপ স্কুল দলকে পুরস্কার হিসেবে ট্রফি দেওয়া হয়।