শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:০০ অপরাহ্ন
আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুরে ১৮ দিন পর অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় অপহরণ মামলায় দুজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে কিশোরী ও আসামিদের সদর উপজেলার চররুহিতা গ্রাম থেকে উদ্ধার ও আটক করা হয়। শুক্রবার দুপুরে কিশোরীকে ও দুই আসামিকে আদালতে হাজির করলে বিচারক কিশোরীকে অভিভাবকের জিম্মায় দেন এবং দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটক ব্যক্তিরা হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চরলামছি গ্রামের তফিকুল হায়দার দীপন ও একই এলাকার জহির উদ্দিন।
উল্লেখ, ৪ জুন পৌরসভার একটি এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায় দুই আসামি। অনেক খোঁজাখুঁজির পর কিশোরীকে না পেয়ে তার বাবা ২০ জুন বাদী হয়ে ছয়জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে রায়পুর থানায় মামলা করেন।