বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন
আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ আব্দুর রহমান প্রকাশ অনিক রহমান(৩০) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)-১১।
সোমবার (২৫ মার্চ) দুপুরে তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। অনিক রহমান চন্দ্রগঞ্জ থানাধীন পশ্চিম লতিফপুর গ্রামের ছৈয়াল বাড়ির আব্দুল হকের ছেলে। তিনি কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের বিবিএর ছাত্র ও কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী। অনিক রহমান চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর অনুসারী বলে জানা গেছে।