রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:০২ অপরাহ্ন
আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর সদরের তেয়ারীগঞ্জ ইউনিয়নের বলু হাজির ফিল্ড প্রকাশ এম এন্ড এইচ ব্রিক ফিল্ডে টাকা পাওনাকে কেন্দ্র করে আকবর হোসেন দিপু সহ ২০-২৫ জনের একটি চক্র অন্য ফিল্ডের ট্রাক্টর ও জনবল নিয়ে বুধ ও বৃহস্পতিবার দিনভর প্রায় তিন লাখ ইট লুট করে নিয়ে যায়। তারা ফিল্ডের জেনারেটর মেশিন মাটি কাটার মেশিন মাটির গোলার মেশিন সহ দেড়শ শ্রমিক থাকার ঘর ও বিভিন্ন প্রয়োজনীয় মালামাল লুট করে।
উপায়ান্তর না পেয়ে মামুনুর রশিদ এ সময় জরুরি নাম্বারে কল করলে পুলিশ পরের দিন ঘটনাস্থলে পৌঁছে বলে জানান। স্থানীয়রা জানিয়েছেন বলু হাজির পুরনো ফিল্ড সাবেক ম্যানেজার মামুনুর রশিদ ফিল্ড পরিচালনা ও মালিকানা কিনেন পূর্ণ দেনা পাঁচ বছরের মধ্যে ক্রমান্বয়ে পরিশোধ করার সিদ্ধান্ত ও বিগফিল্ডের বর্তমান পজিশন এবং যাবতীয় ব্যবহারিত জিনিসপত্র বর্তমান পরিচালনার জন্য ব্যবহার করবে বলে উল্লেখ করা হয়।
কিন্তু ফিল্ড চালু না করতেই ফিল্ডের মালিক মুরাদের আত্মীয় আকবর হোসেন টিপু, জামাল, কামাল, সাদ্দাম, লিটন, পারভেজ, ফয়সাল, নজরুল, বাবর, জাবেদ ও মামুনসহ ২০-২৫ জনের দলবল নিয়ে তিন লাখ ইট ও মেশিন লুট করে। অভিযুক্তরা মামুনুর রশিদ ও পরিবারকে নানা ধরনের ভয়ভীতি দেখাচ্ছে বলেও জানা গেছে।
লক্ষীপুর সদর থানার কর্মকর্তা ওসি সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি স্বীকার করে বলেন- আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। এদিকে ব্রিক ফিল্ডের লুটপাটের ঘটনায় মামলা চলমান রয়েছে বলে ভুক্তভোগী জানিয়েছেন।