মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
আবির আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষীপুরে ইউনিয়ন বিএনপি নেতার দাবিকৃত চাঁদা না পেয়ে দিনমজুরকে দফায় দফায় মারধর করার অভিযোগ পাওয়া গেছে। সদরের চররমনী মোহন ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও ইউনিয়ন-বিএনপি’র সভাপতি আলী হোসেনের পোষ্য বাহিনীর রাকিব, রাজীবসহ ১০-১২ জনের একটি দল দিনমজুর পাহাড় ট্রলি চালক মোঃ হৃদয়ের (২৫) কাছে চাঁদা দাবি করে। মো: হৃদয় সদরের চররুহিতা গ্রামের মৃত হারুনের ছেলে।
কাঙ্খিত চাঁদা না পেয়ে রাকিব ও রাজীব এলোপাতাড়ি মারধর শুরু করে। এই সময়ে হৃদয় প্রাণ বাঁচাতে দৌড়ে ইকবাল ব্রিকসের অফিস রুমে ঢোকার চেষ্টা করলে আবারও পিছন থেকে ইট ছুড়ে মেরে তাকে ধরে বেধড়ক মারধর করে তারা। এ সময় ইকবাল ব্রিকসের মালিক কামাল উদ্দিন ইকবাল মারধরের ঘটনা নিরুপায় হয়ে প্রত্যাখ্যান করছিলেন।
মারধরে আহত মোহাম্মদ হৃদয় এ প্রতিবেদককে জখমগুলো দেখিয়ে বলেন- ‘আলী হোসেন তার ছেলেদের পাঠিয়ে আমার গাড়ি অবরোধ করে চাঁদা চেয়েছে। আমি বলেছি, যে পাঠাইছে তাকে আসতে বলেন একথা বলতে আমাকে চড় থাপ্পড় দিয়ে গাড়ি স্টিয়ারিং থেকে নামিয়ে লাথি দিয়ে আমাকে নিচে ফেলে দেয়।
এ সময় আমার আত্মচিৎকারে ইটভাটার লোকজন আমাকে উদ্ধার করে। আমি ভাটার অফিসে দৌড়ে ঢোকার চেষ্টা করলে সেখানেও তারা আমাকে কোম্পানির সামনে বেদম মারধর করে।
চাঁদা দাবি ও মারধরের বিষয় বিএনপি নেতা আলী হোসেনের কাছে জানতে চাইলে তিনি প্রথমে বলেন, ‘লিখে দেন’। পরবর্তীতে নানা অনুনয় করে ঘটনা অস্বীকার করে বলেন, ‘আমাকে ইউএনও দায়িত্ব দিয়েছে পাহাড় ট্রলী বন্ধ করতে। আমি কিছু ছেলে পাঠিয়ে ইটভাটার পাহাড়ট্রলী আঁটকাতে বলেছি। এরপর কি হয়েছে তা জানি না।’
এই নিয়ে ইটভাটা মালিক কামাল উদ্দিন ইকবাল, ‘বলেন তারা যেভাবে ছেলেটাকে মেরেছে, কোন পশুকেও এভাবে মারেনা। তাদের মারধরের ঘটনা ঠিক সরাসরি না খেয়ে ঘুরিয়ে খাওয়ার মত। আমার অফিসে এসে হামলার ঘটনাকে আমি চাঁদা দাবির আরেক নমুনা বলতে পারি।এ ঘটনার আমি তীব্র নিন্দা জানাই।’
চাঁদা দাবি ও মারধরের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা কাদের গোজা ভায়া করাতির হাট সড়কের সবুজের গোজায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মুন্নাফ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে এখন।’