সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:০৬ অপরাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
বৃহস্পতিবার রাত ৮টা থেকে লৌহজং টার্নিং পয়েন্টের কাছাকাছি ফেরিটি আটকা পড়ে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে শত শত যাত্রীদের মাঝে।
জানা যায়- সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ১৫টি যানবাহন ও যাত্রী নিয়ে মাদারীপুরের বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে ‘ফরিদপুর’ নামের একটি ফেরি। লৌহজং টার্নিং পয়েন্টের কাছাকাছি আসলে হঠাৎ ফেরির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে মাঝপদ্মায় ভাসতে থাকে ফেরিটি। পরে চেষ্টা চালিয়ে ফেরির মাস্টার কৌশলে ফেরিটি নদীর পাড়ে নিয়ে যায়। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে।
ফেরি থাকা যাত্রীরা জানান- রাত ৮টা থেকে এখন পর্যন্ত নদীর মাঝে আটকা থাকলেও উদ্ধারে কোন তৎপরতা নেই। বাংলাবাজার ফেরিঘাটের টার্মিটাল সুভারভাইজার (বিআইডব্লিউটিসি) মোঃ কামরুল ইসলাম জানান- ফেরিটিকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।