শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তিঃ
জাতীয় সাংস্কৃতিকধারার ১৫৫ তম সাউন্ডবাংলা-পল্টনাড্ডায় শীতের কবিতা-গীতের তান ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। কলামিস্ট মোমিন মেহেদী ও কথাশিল্পী শান্তা ফারজানা নিবেদিত পুরস্কার ভিত্তিক এ আড্ডায় সভাপতিত্ব করেন জাতীয় সাংস্কৃতিকধারার সহঃ সভাপতি কবি আলতাফ হোসেন রায়হান।
২৯ ডিসেম্বর বিকেল ৪ টায় ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন কবি সৈয়দ মাজহারুল পারভেজ। গান-কবিতা ও কথায় অংশ নেন কবি বিমল সাহা, কবি বশির উদ্দিন, কবি ওয়াজেদ রানা, জোবায়ের মাতুব্বর, হাওয়া বেগম, জাহাঙ্গীর রনি, সাজিদুল ইসলাম পাভেল, মোশারফ হোসেন, সাবিহা আক্তার প্রমুখ।
আড্ডায় অতিথিবৃন্দ বলেন, নতুন লেখকদের জন্য সাউন্ডবাংলা গত ২০ বছর ধরে কাজ করছে। সাউন্ডবাংলা- জাতীয় সাংস্কৃতিকধারা ও সাউন্ডবাংলার উদ্যেগে নিয়মিত প্রকাশনা স্বপ্নালোক-এ পঠিত লেখাগুলো প্রকাশিত হচ্ছে প্রতি মাসে। পাশাপাশি সর্বস্তরের লেখক-কবিগন লেখা পাঠাতে পারেন- সুতুনি ফ্রন্টে mominmahadi@gmail.com জাতীয় সাংস্কৃতিকধারা’র আগামী পল্টনাড্ডায় অংশগ্রহণকারী প্রত্যেক লেখককে নির্ধারিত সদস্য ফরমপূরণপূর্বক ১০০০ হাজার টাকার বই উপহার প্রদান করা হবে।