বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন
মাসুদ রানা- সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুজিব শতবর্ষে “শত গ্রন্থাগারে পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই” এই স্লোগান কে সামনে রেখে বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক পাঠাগারের আয়োজনে সনদ ও বই বিতরণ করা হয়েছে।
বুধবার ৭ই সেপ্টেম্বর সকাল ১১টায় শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ডঃ ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরাপত্তার মধ্যে দিয়ে অসমাপ্ত আত্মজীবনী পাঠক- ভাবনা লেখকদের মাঝে সনদ ও বই বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ ও কামারখন্দ ২ আসেনর জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বি, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম- এনডিপি নির্বাহী পরিচালক আলাউদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাবেক নেতা আনোয়ার হোসেন ফারুক প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন- জেলা জাসদের সভাপতি ও মাহবুবুল হক পাঠাগারের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার, সাধারণ সম্পাদক ও উপদেষ্টা আবু বক্কর ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু, পেসক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান হাসান, মাহবুবুল হক পাঠাগারের সদস্য ও সিরাজগঞ্জের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া সাংবাদিক বৃন্দ।
এসময় প্রধান অতিথি বলেন- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
কারণে আমারা পাকিস্তানের সাথে মাএ নয় মাসে যুদ্ধ করে লাল সবুজের পতাকা ও স্বাধীন বাংলাদেশ নামক একটি দেশ ও মানচিত্র পেয়েছি। তার নেতৃত্ব ছিলো বিরল।
সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশ নামক দেশকে মাথা উঁচু করে দাাড়িঁয়েছেন জাতির পিতা। বাংলাদেশের স্বাধীনতা ও প্রতিষ্ঠাতা করে ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এবং স্কুল ও কলেজের উদীয়মান ছাত্র ছাত্রীরা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই পড়া জন্য অনুরোধ করি।
আমি ধন্যবাদ জানাই বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক পাঠাগার কে আমাকে এই ধরনের আয়োজন আমাকে দাওয়াত দেওয়ার জন্য।
উল্লেখ্য- বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক পাঠাগার পক্ষ থেকে ১০ জনকে সনদ ও বই বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন- মাহবুবুল হক পাঠাগারে সভাপতি, সিনিয়র সাংবাদিক ও সিরাজগঞ্জ প্রতিদিন পএিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন।