বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন
মাসুদ রানা- সিরাজগঞ্জে জেলা প্রতিনিধিঃ
দূর্নীতি দমন কমিশন পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে- সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ২১শে জুন সকালে সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিউল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- দুদক পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ খায়রুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রেসক্লাব সিরাজগঞ্জ এর সভাপতি হেলাল আহমেদ।
অনুষ্ঠানে বক্তাগন বলেন- দুদক আগামী প্রজন্মের শিক্ষার্থীদের দূর্নীতিমুক্ত জীবন গঠনের জন্য অস্বচ্ছল মেধাবীদের আর্থিক সহায়ক কার্যক্রম চালু করেছে।
পরে ৯ উপজেলার ১৮ জন মেধাবীর প্রত্যেকের হাতে নগদ ৬ হাজার টাকা করে তুলেদেন প্রধান ও বিশেষ অতিথি।