বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:২৬ অপরাহ্ন
মাসুদ রানা- সিরাজগঞ্জে জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ সদর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে আহত হয়েছে আর এক যুবক।
পুলিশের ধারণা- ট্রান্সফরমার চুরি করতে গিয়ে তারা বিদ্যুতায়িত হয়েছে।এ ঘটনায় আরও এক ব্যক্তি(৪৫) গুরুতর আহত হয়েছেন।
শনিবার ২৫শে জুন সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের কানগাঁতি গ্রামে এ ঘটনা ঘটে।
হতাহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। এ দিকে ঘটনাস্থল থেকে ট্রান্সফরমার চুরির সরঞ্জামাদিও উদ্ধার করা হয়।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান- শনিবার সকালে কানগাঁতি গ্রামে ট্রান্সফরমারের নিচে এক ব্যক্তির মরদেহ ও অপর এক ব্যক্তিকে আহত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে চুরি করা ট্রান্সফরমারের মালামাল উদ্ধার করা হয়। নিহতের মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন- ধারণা করা হচ্ছে, মাঠের মধ্যে ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুতায়িত হয়ে একজন মারা গেছেন অপরজন আহত হয়েছেন।