বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৫১ পূর্বাহ্ন
মাসুদ রানা- সিরাজগঞ্জে জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে ১৫ই জুন বুধবার বিকালে বিএনপির কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম এর নিজ বাসা তামাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মোঃ নূরে আলম, আহ্বায়ক বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দল, অনুষ্ঠান সঞ্চালনা করেন খাইরুল ইসলাম আইয়ুব ও মোঃ রাজীব আহসান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নুর ইসলাম গোলাম, আহ্বায়ক বেলকুচি উপজেলা বিএনপি
বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ইমতিয়াজ উদ্দিন সহ-সভাপতি সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খান আলীম নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় করেন সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।