বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন
মাসুদ রানা- সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় বজ্রপাতে ৭ কৃষক নিহত হয়েছেন।
এসময় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। বৃহস্পতিবার বিকেল চারটার সময় উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়নের মাটিকোড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পঞ্চক্রোশি ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ এ তথ্য নিশ্চিত করে জানান- বিকেলে কৃষি জমিতে চারা রোপনের কাজ করছিলেন কৃষি শ্রমিকরা।
এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ৫ কৃষি শ্রমিক নিহত হয়। আহত হয় আরও অন্তত ১০ জন। এরপর আরও দুজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন- ঘটনাটি শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। গিয়ে তার পর বিস্তারিত জানতে পারবো।