শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন
মাসুদ রানা- সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ সদর উপজেলায় গলায় ওড়না পেচিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির জানান- স্ত্রী ‘সহবাসে রাজি না হওয়ায়’ তাকে হত্যার কথা ‘স্বীকার করেছেন’ ৩০ বছর বয়সী আহসান উল্লাহ।বুধবার রাত ৩টার দিকে সদর উপজেলার চণ্ডিদাসগাতি গ্রামে এই হত্যাকাণ্ডের পরে স্থানীয়রা আহসানকে আটক করে পুলিশে সোর্পদ করেন।
আহসান উল্লাহ সদর উপজেলার চণ্ডিগাতি গ্রামের মৃতঃ আব্দুল হাইয়ের ছেলে। নিহত মার্জিয়া খাতুনের বয়স(২৫) তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে ওসি হুমায়ুন কবির বলেন- আহসান বুধবার রাতে সহবাস করতে চাইলে তার স্ত্রী সম্মতি দেয়নি। এ নিয়ে তাদের ঝগড়ার এক পর্যায়ে গলায় ওড়না পেচিয়ে মার্জিনাকে হত্যা করে তিনি।
খবর পেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধারের পাশাপাশি আহসান উল্লাহকে আটক করে থানায় নেওয়া হয়।
ওসি বলেন- নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।