বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৫১ অপরাহ্ন
মাসুদ রানা- সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ সড়ক দূর্ঘটনায় ৩ জন সাংবাদিক আহত হয়েছে।
রবিবার ১৮ই সেপ্টেম্বর দুপুরে এ দূর্ঘটনা ঘটে। এ সময় বেসরকারী টেলিভিশন চ্যানেল আরটিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক কলম সৈনিক পত্রিকার বার্তা সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আলমগীর কবির এবং দৈনিক আজকের জনবানী পত্রিকার সহকারী সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ গুরুতর আহত হন।
আহতদের সিরাজগঞ্জ রোডের সাখাওয়াত এইচ মেমোরিয়াল হসপিটালে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডঃ রবিউল ইসলাম বলেন- আহত তিনজনের মধ্যে ইউসুফ দেওয়ান রাজুর হাত ভেঙ্গে গেছে। তবে বাকি দু’জন শঙ্কামুক্ত।
দুর্ঘটনায় আহত সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ জানান- পেশাগত দায়িত্ব পালন করতে তারা তিনজন মোটরসাইকেল যোগে সিরাজগঞ্জ শহর থেকে উল্লাপাড়া যাচ্ছিলেন।
পথিমধ্যে উপজেলার চড়িয়া শিকার এলাকায় বিপরীত দিকের একটি দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে তারা দুজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন।
পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক জিয়াউল হক জানান- দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গিয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।