রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তিঃ
ঈদযাত্রা দূর্ঘটনামুক্ত রাখতে সেভ দ্য রোড-এর সচেতনতা ও ইফতার সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ই এপ্রিল সেভ দ্য রোড ঢাকা মহানগর দক্ষিণ ও বাগের হাট শাখার উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন- সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস্ চেয়ারম্যান মোমিন মেহেদী। সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিকের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা। বক্তব্য রাখেন সেভ দ্য রোড বাগের হাট শাখার সভাপতি রিয়াদ ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, শুভানুধ্যায়ী ওয়াজেদ রানা, মোঃ মারুফ, মোঃ উজ্জল, মোঃ মিরাজ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোমিন মেহেদী বলেন- নির্মম পথ দূর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন থাকতে হবে। পাশাপাশি চালক-শ্রমিক-মালিক-কর্তৃপক্ষকে ভাড়া বৃদ্ধিরোধে কার্যকর পদক্ষেপ হিসেবে ভাড়ার মূল্য তালিকা প্রতিটি টার্মিনালে স্থাপন ও মনিটরিং করতে হবে।