শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
জাফর ইকবাল- হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৬ নং কুর্শি ইউনিয়নের খনকারী পাড়া জামে মসজিদে শিন্নি ভাঁটাকে কেন্দ্র করে যুবদল নেতা দিপন আহমেদ সোহেল ও তার ভাই জুয়েল গংরা মিলে, একই গ্রামের মৃত জমির উল্লাহ পুত্র দিনমজুর কমর উদ্দিন(৪৫)কে বেধড়ক মারধর করেন।
এহেন বিষয়ে মুঠোফোনে কথা হলে হবিগঞ্জ জেলা কমিটির এক লিডার নিন্দা-জনক ঘটনার তীব্র নিন্দা জানালেন প্রতিনিধির কাছে। জেলা কমিটির লিডার আরও জানান প্রতিনিধি কে, এমন কর্মী বিএনপি তে থাকলে, বিএনপির মান-সম্মান কিছু থাকবে না, তা ও আবার ঘটনা শবেবরাত, নাউজুবিল্লাহ এদের মৃত্যু যে কিভাবে হবে আল্লাহ জানেন।
হবিগঞ্জ জেলা কমিটির লিডার, তার নাম গোপন রাখার জন্য অনুরোধ করায় নাম প্রকাশ্য অনিচ্ছুক। খনকারি পাড়ার ১ সমাজ সেবক প্রতিনিধি কে বলেন- যে অন্যায় কাজ টি করেছে দিনমজুর কমর উদ্দিনের সাথে, দুঃখ জনক ও তার পরিচয় টি দিলো দিপন আহমেদ জুয়েলে, যে তার পিতা জন্ম দেওয়ার সময় শিন্নি তার মুখে না দিয়ে এতো বড় ফলে তার বাবার বয়সী লোক কমর উদ্দিন কে রক্তাক্ত জখম করেছে।
এ বিষয়ে কমর উদ্দিন এর ভাতিজা সাদিরের সাথে কথা হলে, সে জানায় আমার চাচা গেলেন নামাজ পড়তে মসজিদে, সেখানে দিপন আহমেদ সোহেল ও তার ভাই জুয়েল যে কান্ড টি করেছে, আসলেই দুঃখজনক, আমরা গরীব বলে তার উপর একটি লিখিত অভিযোগ দায়ের করতে পারছি না টাকার অভাবে, যে কাজ টি করেছে দিপন আহমেদ সোহেল ও তার ভাই জুয়েলে, এর বিচার আল্লাহ আমাদের করবেন।
এ ঘটনায় খনকারি পাড়ার সুশীল সমাজ নানান সমালোচনা বিরাজ করছে। সচেতন মহল এই নৃশংস ঘটনার সঠিক বিচার চায় হবিগঞ্জের জেলা প্রশাসন ও জেলা পুলিশের কাছে।