বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৪৯ অপরাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
নদওয়াতুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ১৫ই ফেব্রুয়ারি ২০২৩ইং বুধবার গাজীপুরের টঙ্গীতে ইসলামপুর (দত্তপাড়া) হিফজুল কোরআন সম্মেলন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মুফতি কামাল উদ্দিন জাহানপুরীর সভাপতিত্বে ও মুফতি শায়েখ বুরহানুদ্দীনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ মেহমান ছিলেন মুফতি মীর মাসউদুর রহমান কাসেমী। অনুষ্ঠানে প্রধান অতিথি ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি ছিলেন জাকির হোসেন খোকন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধান বিচারক উস্তাযুল হুফ্ফাজ শায়েখ আব্দুল হক দাঃ বা চেয়ারম্যান, হুফ্ফাযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ। মুফতি মাসউদুল করিম দাঃ বা শাইখুল হাদীস, টঙ্গী দারুল উলূম মাদরাসা। আরজগুজার হাফেজ ক্বারী শেখ সাদী ভারপ্রাপ্ত চেয়ারম্যান নদওয়াতুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ, হাফেজ ক্বারী মুইনুদ্দীন মহাসচিব নদওয়াতুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ।
উক্ত অনুষ্ঠানের ৪৩টি জেলা থেকে ১৩‘শত জন হাফেজ,হিফজুল কোরআনতিলাওয়াত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। তাদের মধ্যে ৩০জনকে সেরা নির্বাচিত করা হয় ।
বিজয় দের মধ্য থেকে, প্রথম বিজয়ীকে এক লক্ষ টাকা, ২য় পুরস্কার পঞ্চাশ হাজার, ৩য় পুরস্কার পঁচিশ হাজার টাকা প্রদান করা হয়। প্রথম বিজয়ের গৌরব অর্জন করেন গাজীপুরের ছেলে আনাস বিন বেলাল, গাজীপুরের আররহমান মাদ্রাসার ছাত্র। দ্বিতীয় স্থান অধিকার করেন সিলেটের ছেলে বিনীআমিন।
অনুষ্ঠানে দেশ বরেণ্য আলেমগন নদওয়াতুল হুফফাজ ফাউন্ডেশনের ভুয়সি প্রশংসা করে বলেন- তাদের এই কার্যক্রম আগামীতে ধারাবাহিক অব্যাহত রাখলে দেশের প্রতিভাবান হাফেজদের আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ তৈরি হবে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।