বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:৫০ অপরাহ্ন
খলিলুর রহমান- নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে জুয়া খেলার আসর থেকে ১০ জন জুয়ারীকে নগদ টাকাসহ আটক করা হয়েছে। আজ (১১ সেপ্টেম্বর) বুধবার ভোর রাত আনুমানিক ৫.০০টায় তারাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন, ১। হাড়িয়ারকুটি ইউপি’র গ্রাম পুলিশ মো. দুদু মিয়া(৩২), ২। মো. আরিফুল ইসলাম (২২), উভয় সাং-মাটিয়ালপাড়া, ৩। মো. আলমগীর হোসেন (২৮), ৪। মো. বাবুল হোসেন (৩৬), উভয় সাং- কুঠিয়ালপাড়া, ৫। মো. গোলাম মোস্তফা (৩৩), সাং-চাপরারপাড়া, ৬। মোঃ জাহাঙ্গীর আলম (৩৬), সাং-নারায়নজন সরকারপাড়া, ৭। মো. লাল মিয়া (৪৯), ৮। মোঃ আব্দুর রাজ্জাক ওরফে বাবু মিয়া (৩০), উভয় সাং-ইকরচালী বামনদিঘী, ৯। সরকারী টিচার্চ ট্রেনিং কলেজের পরিছন্নতা কর্মী মো. নওয়াব হোসেন (৪০), সাং- ইকরচালী, ১০। মো. রফিকুল ইসলাম (৩০), সাং- তেলীপাড়া, সর্ব থানা-তারাগঞ্জ, রংপুর।
পুলিশ জানায়, চলমান মাদকদ্রব্য উদ্ধার ও প্রকাশ্য জুয়া খেলার বিরুদ্ধে অভিযান টহলকালে (১১ সেপ্টেম্বার)২০২৪ইং ভোর রাত আনুমানিক ৫.০০টায় উপজেলার ৩নং ইকরচালী ইউপি’র বামনদিঘী বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ইউপি’র মেনানগর মৌজাস্থ হাজীপাড়া গ্রামের রফিকুল ইসলাম, পিতা-মৃত. রইচ উদ্দিন এর পরিত্যক্ত বসত বাড়ীর ভিতরে কতিপয় ব্যক্তি টাকার বিনিময়ে জুয়া(তাস) খেলা চলমান অবস্থায় তাদের আটক করা হয়।
উল্লেখ্য, ঘটনাস্থল থেকে পর্যাপ্ত বৈদ্যুতিক সরঞ্জাম ও টর্চ লাইট, নগদ-৪৮,৭১৫/- (আটচল্লিশ হাজার সাতশত পনেরো) টাকা, ৩টি, জুয়া খেলার কার্ড সেট(তাস), সাদা রংয়ের ৬টি প্লাস্টিকের বস্তা এবং প্রত্যেকের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন জব্দ করা হয়।
এ বিষয়ে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছিদ্দিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং নিয়মতান্ত্রিক ভাবে আদালতের পাঠানো হয়েছে। জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষায় মাদক, জুয়া সহ অপরাধমুলক যেকোন কর্মকান্ড প্রতিরোধে তারাগঞ্জ থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।