শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন
নুরকাদের সরকার ইমরান- নিজস্ব প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০২২ইং উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার বেলা ১০টায় শহীদ স্মৃতি আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডোমার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রায়হান বারীর পক্ষে ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি আবুল আলা।
এ কার্যক্রমের আওতায় আগামী ২৬মে মার্চ পর্যন্ত উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ৫ থেকে ১৬ বছর বয়সী স্কুলগামী, স্কুল বহির্ভূত, স্কুল থেকে ঝরে পড়া, পথ শিশু ও কর্মজীবী শিশুকে এক ডোজ কৃমিনাশক ওষুধ বিনামূল্যে সেবন করানো হবে।
এ বছর ডোমারে ৭৬ হাজার ৬০০ শিশুকে একডোজ কৃমিনাশক ট্যাবলেট সেবনের লক্ষ্যমাত্রা ডোমার উপজেলায়।
এমওডিসি আবুল আলা বলেন- কৃমি নিয়ন্ত্রণে সকল শিশুকে কৃমিনাশক ট্যাবলেট সেবন করানোর সাথে সচেতনতামূলক কার্যক্রম নেওয়া হয়েছে যাতে কৃমির পুনঃসংক্রমণ না ঘটে।
এসময় উপস্থিত ছিলেন- মেডিকেল অফিসার ডাঃ কামরুল ইসলাম(নোবেল), শহীদ স্মৃতি আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,গোলাম সারোয়ার বাবু।
সহকারী শিক্ষক সুমন, স্যানিটারি ইন্সপেক্টর, আল আমিন রহমান, হেল্থ, ইন্সপেক্টর(ইনচার্জ)মোহাম্মদ বেলাল উদ্দীন।