রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:০৩ অপরাহ্ন
হানিফ উদ্দিন সাকিব- নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের হাতিয়া বাজার দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ’র উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাতিয়া উপজেলার হরণী ও চানন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এই কর্মী সমাবেশ আয়োজন করা হয়। আগামী ১৫ ই জুন-২২ইং অনুষ্ঠিত হতে যাচ্ছে সারা দেশের সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচন। তারই ধারাবাহিকতায় নোয়াখালী জেলাধীন হাতিয়া উপজেলার হরণী ও চানন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি-মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাতিয়া পৌর মেয়র-কে,এম,ওবায়েদ উল্যাহ, হরণী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আখতার হোসাইন, চানন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আজহার উদ্দিন, হাতিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-মহিউদ্দিন মুহিন,হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য-জিয়া উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন- হাতিয়া উপজেলা ও হরণী চানন্দী ইউনিয়নের আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকবৃন্দ।
উক্ত কর্মী সমাবেশে নেতৃবৃন্দগণ তাদের আলোচনায় বলেন -সকলকে ঐক্যবদ্ধভাবে আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে হবে। যে কোন কুচক্রী মহলের অনুপ্রবেশ ঠেকাতে হবে। দীর্ঘদিন পর অত্র দুইটি ইউনিয়ন পরিষদে নির্বাচন হতে যাচ্ছে। এতে সকলকে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট প্রদানের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করে এলাকার সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।