মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪ অপরাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম-সেবা এর অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিজনিত কারণে বদলী হওয়ায় তাকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। একই সাথে সংবর্ধনা দেওয়া হয়েছে পুলিশ নারী কল্যাণ সংঘ পুনাক এর সভাপতি মিসেস কানিজ আহমারকে।
শুক্রবার ১৯শে আগষ্ট রাতে কোতোয়ালী মডেল থানা পুলিশ আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তা, বিশিষ্ট নাগরিকরাও প্রশংসায় ভাসালেন বিদায়ী এ পুলিশ কর্মকর্তাকে। অভিন্ন কণ্ঠে স্মরণ করলেন জেলায় তার অবদানের কথা।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দের সভাপতিত্বে এবং ওসি অপারেশন ওয়াজেদ আলীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার আহমার উজ্জামানকে প্রশংসায় ভাসিয়ে ও শুভ কামনা জানিয়ে স্থানীয় রাজনৈতিক, প্রশাসনের কর্মকর্তা, বিশিষ্ট নাগরিকরা তাদের বক্তব্যে বলেন-
বিদায়ী পুলিশ সুপার আহমার উজ্জামান কর্মের মূল্যায়ন হিসেবেই এত প্রশংসা তিনি কুড়িয়েছেন। সবার কাছেই তিনি প্রিয় মানুষ হতে পেরেছেন বলেই তিনি জেলার মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন।
পদোন্নতিও তার নিজের কর্মেরই ফসল। তারা বলেন- আহমার উজ্জামান জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বপালনকালে জেলাবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে তিনি কাজ করেছেন একাগ্রচিত্তে। পুলিশি সেবা সাধারণ মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে নিয়েছেন নানামুখী উদ্যোগ। যার সুফল পাচ্ছেন সকলেই।
অনুষ্ঠানে থানার অধিকাংশ পুলিশ কর্মকর্তারা আবেগে আপ্লুত হয়ে পড়েন। দীর্ঘদিন আদর্শবান একজন পুলিশ সুপারের নির্দেশে জনগণকে সেবা দিতে পেরে তারা নিজেদের গর্বিত মনে করেন।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ বলেন- দীর্ঘ চাকরি জীবনে অনেক পুলিশ সুপারকে পেয়েছি, কিন্তু ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমাউজ্জামান স্যারের মতো একজন আদর্শিক অভিভাবক কখনো পাইনি। আজ স্যারের বিদায়লগ্নে মনে হচ্ছে কি যেনো হারাচ্ছি।
সকলের বক্তব্য শেষে অনুভুতি ব্যক্ত করতে বিদায়ী মঞ্চে বক্তব্য দিতে গিয়ে বলেন- আমার যাবতীয় যত প্রশংসা সবকিছুই সহযোদ্ধা-সহকর্মী পুলিশ কর্মকর্তাদের জন্য। সকলেই আমাকে এমনভাবে সহায়তা করেছে, তারা এমনভাবে দায়িত্বগুলো পালন করেছে যার ফলশ্রুতিতেই আমি আজ সম্মানিত বোধ করছি। এসময় তিনি আগামী দিনের সফলতার জন্য সকলের দোয়া প্রত্যাশা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)খন্দকার ফজলে রাব্বি,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম)মোহাম্মদ রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)ফাল্গুনী নন্দী, অতিঃ পুলিশ সুপার (ট্রাফিক)
মোঃ হাফিজুর রহমান- অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, শাহীনুল ইসলাম ফকির, কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন, অপারেশন ইন্সপেক্টর ওয়াজেদ আলীসহ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তাগণ এবং ময়মনসিংহের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা।