সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩১ পূর্বাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ ত্রিশালে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সভা নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্ম বার্ষিকী।
বুধবার ২৮শে সেপ্টেম্বর বিকাল ৩ ঘটিকায় ত্রিশাল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ত্রিশাল বাস স্ট্যান্ড চত্বরে আলোচনা সভা, দোয়া মাহফিল, কেক কাটা এবং আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
এতে ত্রিশাল উপজেলার বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম মোঃ শামছুদ্দিনের সভাপতিত্বে ত্রিশাল উপজেলার বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক মোঃ ইকবাল হোসেনের সঞ্চালয়ের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫২-ময়মনসিংহ-৭ ত্রিশাল(এমপি) মাওলানা রুহুল আমীন মাদানী।
এছাড়া উপস্থিত ছিলেন- ত্রিশাল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, ত্রিশাল পৌরসভা মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ, উপজেলা ভাইস্ চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, উপজেলা মহিলা-ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা প্রমুখ সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেয়।
এ সময় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এছাড়াও প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বর্ণাঢ্য আনন্দ র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ অফিসে গিয়ে শেষ হয়।