সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৫ পূর্বাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয় ০২/১০/২০২২ খ্রিঃ তারাকান্দা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি বিভিন্ন মন্ডপে পূজা অর্চনাকারীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
মতবিনিময়কালে তিনি বলেন- বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসকারীদের কোন স্থান নেই। যারা এধরনের অপচেস্টায় লিপ্ত রয়েছে, তাদের কোন ছাড় নয়! তাদেরকে স্ব-মূলে উৎপাটন করা হবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) খন্দকার ফজলে রাব্বি, তারাকান্দা উপজেলা চেয়ারম্যান ফজলুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, তারাকান্দা মিজাবে রহমত, অফিসার ইনচার্জ, তারাকান্দা আবুল খায়ের, উপজেলা ভাইস্ চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, সালমা আক্তার কাঁকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রনু ঠাকুর, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুব্রত ভদ্র, হিন্দু কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বিভিন্ন পূজামন্ডপে ফলের ঝুড়ি দিয়ে শুভেচ্ছা জানান।