সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৫ পূর্বাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুর, ঢাকাসহ আশপাশের এলাকায় ৫ দিন ধরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জসিম বেপারী(৩৫), আসাদুল(২৫), শামছুদ্দিন মোল্লা(৩৫), শেখ সুজন(৩৩) ও মোঃ আব্দুল জলিল(৩২)।
গত ২৪শে সেপ্টেম্বর (শনিবার) নান্দাইল থানার নান্দাইল বাজারের ২টি স্বর্ণের দোকানে ডাকাতি হয়। ডাকতরা ১৭ ভরি স্বর্ণ, ৯০ ভরি রুপা, ২টি মোবাইল ও নগদ সাড়ে ৪ লাখ টাকা নিয়ে যায়। এ ঘটনায় নান্দাইল মডেল থানায় একটি মামলা হয়।
মামলার পর জেলা পুলিশ সুপার আসামিদের গ্রেফতার ও লুটের মালামাল উদ্ধারে জেলা গোয়েন্দা শাখাকে নির্দেশ দেন। জেলা গোয়েন্দা পুলিশ গাজীপুর, ঢাকাসহ আশপাশের এলাকায় ৫ দিন অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করেন।
আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। তাদের ৭ দিনে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। ডাকাতির সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেফতার অভিযান চলছে।