সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২১ পূর্বাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
২২/১০/২০২২ খ্রিস্টাব্দে সকাল ১০.৩০ ঘটিকায় জেলা পরিষদ মিলনায়তন, ময়মনসিংহে ভূমি সেবা ও ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম আধুনিকায়নে ভূমি মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন- মোঃ মোস্তাফিজুর রহমান, পিএএ সচিব, ভূমি মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোলেমান খান, চেয়ারম্যান (সচিব), ভূমি সংস্কার বোর্ড, ঢাকা।
মোঃ শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন এস,এ, এম রফিকুন্নবী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব),জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক, ময়মনসিংহ বিভাগের সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সহকারী কমিশনারগণ (ভূমি) ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।