সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫০ পূর্বাহ্ন
হুজ্জাতুল ইসলাম- গলাচিপা(পটুয়াখালি) প্রতিনিধিঃ গলাচিপা-দশমিনা আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও গলাচিপা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাহান খান(৭০) মারা গেছেন।
সোমবার ২৮শে নভেম্বর সকাল পৌনে ১০টার দিকে তিনি রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপি’র সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি এবং পরিবারের সদস্যরা।
দলটির পক্ষ থেকে বলা হয়, গত ছয় নভেম্বর বরিশালে অনুষ্ঠিত বিএনপি’র বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে পাঁচ নভেম্বর বাড়ি থেতে বের হন শাহজাহান খান। রাতে মোটরসাইকেলে করে যাওয়ার পথে পটুয়াখালীর বদরপুর এলাকায় তিনি সন্ত্রাসী হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।
শাহজাহানের পরিবারের দাবি, ওই হামলায় তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
সোমবার ২৮শে নভেম্বর সকাল পৌনে ১০টার দিকে তিনি রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিএনপির সূত্র জানিয়েছে- সোমবার বাদ জোহর নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোহাম্মদ শাহজাহান খানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিল।
উল্লেখ্য, ১৯৯৬ইং সনের ১৫ই ফেব্রুয়ারীর ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসন (গলাচিপা-দশমিনা) থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
যদিও বিতর্কিত ওই নির্বাচনে প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগসহ বেশ কিছু রাজনৈতিক দল অংশ নেয়নি। ওই নির্বাচনে ৪৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াসহ বিএনপি ২৭৮টি আসন লাভ করে।