বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন
মোস্তফা মিয়া- পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‘র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যর বৃদ্ধিতে প্রতিবাদ ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ইউনিয়ন পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের নেতৃত্বে পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নে পথযাত্রা অনুষ্ঠান পালন কররা হয়েছে।
উক্ত পথ যাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পীরগঞ্জ উপজেলা বিএনপি‘র সহঃ সভাপতি মোস্তািজার রহমান সেলিম, সাংগাঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর সাইফুল আজাদ, পৌর কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন ও বিএনপি‘র ইয়াতুমুল হাসান লিটন মাস্টার পীরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক, আনিসুর রহমান আনিছ, সদস্যসচিব আঃ ছালাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোনোয়ার হোসেন মনু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।