মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
জেলার হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমির হোসেন(৪২) নামের এক চালকের মৃত্যু হয়েছে।গতকাল দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মির্জাপর চারিয়া ইজতেমা মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে ট্রাক থেকে বালু ফেলার সময় চালক আমির হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়।
মৃতঃ আমির উপজেলার ফতেয়াবাদ রেলগেট এলাকার নুরুল ইসলামের ছেলে।হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহজাহান বলেন- গতকাল রাতে বালুভর্তি ড্রাম ট্রাক বালু ফেলার সময় ৩৩ কে,ভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয় গাড়িটি। এসময় গাড়ির চালক আমির হোসেন ড্রাইভিং সিটে আটকা পরেন। খবর পেয়ে তাকে উদ্ধার করি।
পরে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষণা করেন।