সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে বিক্রির উদ্দেশ্যে বহনকালে আধা কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্র জানায়- গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ১২ই মার্চ বিকেল হাবড়া বাজারের জনৈক মুহিবুল হকের বাগানবাড়ির পশ্চিমে ধাওয়া করে তাদেরকে আটক করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে এসময় তাদের অপর সহযোগি চরচন্ডি গ্রামের মৃত নসিব উল্লাহর ছেলে মোক্তার আলী(৬০) পালিয়ে যেতে সক্ষম হয়।
আটকের পর দুইজনকে তল্লাশি করে নীল রঙের পলিথিনে মোড়ানো ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বিশ্বনাথ পৌরশহরের হাবড়া গ্রামের মৃত বাতির আলীর ছেলে সুমন নুর(৩২) ও উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছত্রিশ গ্রামের মৃত জবান আলীর ছেলে নাছির উদ্দিন(৩৬)।
এ বিষয়ে কথা হলে থানার এসআই শেখ আলী আজহার আটক ও মাদক উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন- আটককৃত দুইজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
আজ সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।