বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:০২ অপরাহ্ন
এরশাদ আলম- জলঢাকা(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় জাতীয় সংসদ সদস্য নীলফামারী-৩ অবঃ মেজর রানা মোহাম্মদ সোহেল এমপি এর বিরুদ্ধে ১৮ই মার্চ “জমি কেড়ে এমপি রানার চা বাগান” শিরোনামে প্রকাশিত মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন উদ্দেশ্য প্রনোদিত ও কাল্পনিক সংবাদের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন জাতীয় পার্টি। বুধবার ২২শে মার্চ সকালে উপজেলা ও পৌর জাতীয় পার্টির আয়োজনে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে হাজারও মানুষ অংশগ্রহন করেন।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইদার রহমান বুলু, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুল্লাহেল বাকি, তোফায়েলুর রহমান পায়েল, তহমিদার রহমান মিলন, পৌর জাতীয় পার্টির সভাপতি আনিছুর রহমান যাদু, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রিন্স, পৌর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন আর্মি, মনিরুজ্জামান লেবু, মিজানুর রহমান, যুব সংহতির সভাপতি বাবলুর রহমান, সাধারণ সম্পাদক রাশেদ চৌধুরী, পৌর যুব সংহতির সভাপতি জাকির হোসেন হাসু, সেচ্ছাসেবক পার্টির সভাপতি আবুল কালাম আজাদ, ছাত্র সমাজের সভাপতি খনদোকার জিন্নাত রায়হান, সাধারণ সম্পাদক সজিব হোসেন। এসময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা ও পৌর শাখা সহ ১১টি ইউনিয়নের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।