রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন
এমদাদুল হক লালন- জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গতকাল ১লা মে সোমবার সকালে উপজেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যন্ড মোড়ে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- উপজেলা আ’লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদিন, যুগ্ম সাধারণ সম্পাদক আগা সায়ুম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, উপ-দপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজসহ প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকি বিল্লাহ রাকিব, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক লাবলু মিয়া, সদস্য সচিব মিষ্টার রানা, যুগ্মআহ্বায়ক আশেক আলী, যুবলীগ নেতা ফরহাদ হোসেন পলাশসহ আরো অনেই উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে বাসস্ট্যন্ড মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।