বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:২৫ অপরাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
আজ ৫ই জুন/২০২৩ সোমবার দুপুর ১২.০০ ঘটিকায় তারাকান্দা উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আসন্ন তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নকরণ এবং আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে প্রার্থীগণের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ মোস্তাফিজার রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ।সভাপতিত্ব করেন মিজাবে রহমত, উপজেলা নির্বাহী অফিসার, তারাকান্দা।
এছাড়াও উপস্থিত ছিলেন- শফিকুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, ময়মনসিংহ, আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।