শনিবার, ১০ মে ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের উদ্যোগে বাংলা নিউজ টোয়েন্টিফোর ও ৭১ টিভির জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম এর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টার দিকে বাউফল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার নির্দেশদাতা বকশীগঞ্জ বাজারের পাটহাটি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুরসহ সকল হত্যাকারীদের ফাঁসির দাবি করে বক্তব্য রাখেন, বাউফল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রত্রিকার প্রতিনিধি আমিরুল ইসলাম, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন, দৈনিক প্রথম আলো প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি আসাদুজ্জামান সোহাগ প্রমূখ।
এছাড়াও বাউফল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। দ্রুত সময়ের মধ্য সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার নির্দেশদাতা বকশীগঞ্জ বাজারের পাটহাটি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুরসহ সকলকে গ্রেফতার করার জন্য র্যাবকে ধন্যবাদ জ্ঞাপন করেন বক্তারা। দ্রুত ফাঁসির রায় কার্যকর না করলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বক্তারা।
উল্লেখ্য সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম বুধবার ১৪ই জুন রাত ১০টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।