শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৭:৪৮ অপরাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
এবার এসএসসিতে যশোর শিক্ষা বোর্ডের তিন শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থীই পাস করেনি। তার মধ্যে রয়েছে নড়াইল সদর উপজেলার তালতলা-মূলদাইড় মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এই স্কুল থেকে এ বছর এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করেছিলেন মাত্র ৩ জন শিক্ষার্থী। তবে তার মধ্যে একজনও পাস করতে পারে নি।
তালতলা গ্রামের জাহিদ মোল্যা জানান,১৯৯৭ সালে স্কুলটি স্থাপিত হয়। সে সময় শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিও ছিলো বেশ। তবে দীর্ঘদিন চেষ্টারও পরও স্কুলটি এমপিওভুক্ত না হওয়ায় ক্ষোভে একে একে স্কুল ত্যাগ করেন শিক্ষকেরা। সেই সাথে কমতে থাকে শিক্ষার্থীদের সংখ্যা।
ওই এলাকার মোঃ ডাবলু বলেন এখন স্কুলে মাত্র ৫ জন শিক্ষক রয়েছে। তাদের নেই কোন বেতন-ভাতা। ফলে পড়ালেখাও তেমন হয় না। স্কুল থেকে এ বছর এসএসসি পরিক্ষায় অংশ নেয়া ৩ জন শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে। শিক্ষক সংকট ও পড়ালেখার ভালো পরিবেশ না থাকায় এলাকার শিক্ষার্থীরা চলে যাচ্ছে বাইরের স্কুলে।
ফলাফলের বিষয়টি স্বীকার করে স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আলীম ফকির বলেন, গত কয়েকবছর স্কুল থেকে যারা পরিক্ষা দিয়েছে তার প্রায় শতভাগ পাস করেছে। তারপরও স্কুল এমপিওভুক্ত হয় না। বিনা বেতনে কে কতদিন শ্রম দেবে । আর শিক্ষার্থীরাও এ স্কুলে তেমন আসতে চায় না।
এদিকে নড়াইলের এই বিদ্যালয়সহ যশোর বোর্ডের তিনটি বিদ্যালয়ের সবাই ফেল করায় এসব শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন যশোর শিক্ষা বোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক ডঃ বিশ্বাস শাহিন আহম্মদ।
নড়াইল জেলা শিক্ষা অফিসার মোঃ হায়দার আলী বলেন, এই ডিজিটাল যুগে শতভাগ ফেল মেনে নেওয়া যায়না। তবে শিক্ষার্থী মাত্র ৩জন হওয়ায় এবং শিক্ষকরা বেতন না পাওয়ায় এ সমস্যা হয়েছে। আমরা চেষ্টা করবো নড়াইলে যেন এ ঘটনার পুনরাবৃত্তি না হয়।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com