মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
ফুলবাড়ীর পল্লীতে জমিজমার বিরোধকে কেন্দ্র করে মারপিট আহত-১, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির খয়েরবাড়ী গ্রামের পূর্ব শত্রুতার জের ধরে ও জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ কৌশিক রিপন গৌস্বামী গংদের মারপিটে অমিতাপ চক্রবর্তী রঞ্জন মারাত্বকভাবে আহত হন।
ফুলবাড়ী থানায় গত ০১/১০/২০২৩ইং তারিখে খয়েরবাড়ী ইউপির খয়েরবাড়ী গ্রামের আশিশ্ব গৌস্বামী কন্যা অনন্যা গোস্বামীর দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায় যে, গত ০১/১০/২০২৩ইং তারিখে বিকেল সাড়ে ৪টায় খয়েরবাড়ী গ্রামের মৃত সুনিল মহোন গোস্বামীর পুত্র গোবিন্দ গৌস্বামী(৪২), তার বাড়ীর সামনে তার স্বামী অমিতাপ চক্রবর্তী রঞ্জন এর সাথে এক প্রকার তর্ক বিতর্ক শুরু হয়। এক পার্যায়ে তর্ক বিতর্কের মধ্যে কৌশিক গৌস্বামী রিপন ও গোবিন্দ গৌস্বামী এলোপাথাড়ী ভাবে মারপিট করতে থাকে।
এ সময় সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফুলবাড়ী হাসপালে ভর্তি করান। তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপালে প্রেরক করেন। এই ঘটনায় অমিতাপ চক্রবর্তী রঞ্জন এর স্ত্রী অনন্যা গোস্বামী বাদী হয়ে ফুলবাড়ী থানায় (১) কৌশীক গৌস্বামী রিপন(৩৪) (২) গোবিন্দ গৌস্বামী(৪২) (৩) পপি গৌস্বামী(৩০) সর্ব পিতা গোবিন্দ গৌস্বামী, সাং-খয়েরবাড়ী গংদের নামে অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এর সাথে কথা বলে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অনন্যা গোস্বামী জানান, আমি প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবী করছি। প্রতিপক্ষরা অন্যায় ভাবে আমার স্বামীকে মারধর করে।