রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন
নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
সরকারের পদত্যাগ দাবীতে চলমান আন্দোলনের দ্বিতীয় দফায় টানা ৪৮ ঘন্টা অবরোধের প্রথমদিন মিরসরাইয়ের ঢাকা টট্টগ্রাম সড়কের বিভিন্ন পয়েন্টে মিরসরাই উপজেলা বিএনপি’র জটিকা মিছিল অনুষ্ঠিত হয়।
রবিবার (৫ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিএসআরএম ও দারোগা হাট অভিমুখে জটিকা মিছিল করা হয়।
সাবেক উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জনাব নুরুল আমিন চেয়ারম্যান সমর্থিত বিএনপি’র নেতাকর্মীরা মিছিল শেষে মহাসড়কে বসে সড়ক অবরোধ করে।
পরে পুলিশ ও ছাত্রলীগের কর্মীরা আসার খবর পেয়ে তাঁরা ঐ স্থান ত্যাগ করে।