রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন
নাসির উদ্দিন শাহ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে গণসমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠানের আয়োজন করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির একাংশ। গণসমাবেশে মেয়াদোত্তীর্ণ সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি ও কিশোরগঞ্জ উপজেলা বিএনপির কমিটি অতিদ্রুত বিলুপ্তির আহ্বান জানানো হয়। মঙ্গলবার (৫ আগষ্ট) বিকেলে উপজেলার শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবী নাজনীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কিশোরগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম লাল মিয়া, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ প্রমুখ। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আহসান হাবিব ময়না।
এ সময় বক্তারা বলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি ও কিশোরগঞ্জ উপজেলা বিএনপির বর্তমান কমিটি দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ অবস্থায় রয়েছে। এই অকার্যকর কমিটি সংগঠনের কাজে স্থবিরতা সৃষ্টি করছে। নতুন নেতৃত্ব গঠনের মাধ্যমে দলকে তৃণমূল পর্যায়ে আরও সংগঠিত ও গতিশীল করতে হলে বিদ্যমান কমিটি দ্রুত বিলুপ্ত করতে হবে।
বক্তারা আরও বলেন, ত্যাগী, পরীক্ষিত ও কর্মীবান্ধব নেতাদের দিয়ে গঠিত নতুন কমিটি হলে দল আরও শক্তিশালী হবে এবং আগামী আন্দোলন-সংগ্রামে কার্যকর ভূমিকা রাখতে পারবে।
সমাবেশ শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও জুলাই আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার ও তারেক রহমানের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় জিয়া মঞ্চের কিশোরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মোফাজ্জল হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক মানিক শাহ, কিশোরগঞ্জ উপজেলা সড়ক পরিবহন শ্রমিকদলের সভাপতি আব্দুল জলিল সুপার, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।