");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container-av8mlr .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container-av8mlr .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container-av8mlr .gt_switcher .gt_current{display:none}.gt_container-av8mlr .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container-av8mlr .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container-av8mlr .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container-av8mlr .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container-av8mlr .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container-av8mlr .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুর, সংবাদ কর্মীদের উপর হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নি সংযোগসহ নারকীয় নৃশংস হত্যা যজ্ঞের বিরুদ্ধে, প্রতিবাদ ও অবৈধ অবরোধ প্রতিহত করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মথুরাপুর ইউনিয়ন বাজার এলাকায়।
মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহঃ সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহঃ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, সহঃ সভাপতি গোলাম হোসেন সরকার, যুগ্ন সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, প্রভাষক ফরিদুল ইসলাম, পৌর মেয়র এজিএম বাদশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, মহিলা ভাইস্ চেয়ারম্যান পপি রানী সাহা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহঃ সভাপতি গোলাম সোবহান, শফিকুল ইসলাম শফি, রেজাউল করিম রেজা, সাবেক দপ্তর সম্পাদক আফছার আলী, সাবেক শ্রমবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন খান।
আওয়ামী লীগ নেতা এম এ তারেক হেলাল, সিরাজুল ইসলাম লিটন, রানা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বণি আমিন মিন্টু, সহঃ সভাপতি আলীম আল রাজী বুলেট, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম আতিক, ছাত্রলীগ নেতা জাকারিয়া খন্দকার, মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন-অর রশিদ সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজাহার আলী, পীরহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, আব্দুল মাষ্টার, আলী আজগর মাষ্টার, আওয়ামী লীগ নেতা মুর্তুজা, বিপ্লব, জিয়া, পৌর কাউন্সিলর সেলিম রেজা রিমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসান মাহমুদ রাব্বি, সাধারণ সম্পাদক পারভেজ হাসান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফি, সাহেব সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনিসহ মথুরাপুর ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।