সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন
আল মামুন মিলন- পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে এক ঝটিকা পরিদর্শনে প্রধানমন্ত্রী কর্তৃক বাস্তবায়িত ৫টি উন্নয়ন প্রকল্পের ফলক উম্মোচণ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম প্রামাণিক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিভিন্ন উন্নয়ন প্রকল্প ভার্চুয়াল উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর কার্যক্রমের ভিডিও কনফারেন্সিং শেষে তিনি প্রকল্পসমুহ পরিদর্শন করেন।
এসময় সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল, পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন, ভাইস্ চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন, রুকসানা বারী রুকু প্রমুখ।
প্রায় ১১ কোটি টাকা ব্যায়ে এসব উন্নয়ন প্রকল্পসমুহ হচ্ছে মন্মথপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, ইন্দ্রোপুর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, বাসুপাড়া উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, হাসান আলী মহাবিদ্যালয়ের ভবন সম্প্রসারন ও সরকারী ট্যাকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ৫ তলা একাডেমিক কাম প্রশাসনিক ভবন।