শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
রবিন চৌধুরী- রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকালে পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে নানা কর্মসুচীর মধ্য দিয়ে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৩ তম জন্ম ও ৯১তম মৃত্যুবার্ষিকী এ অনুষ্ঠানের আয়োজন করেন।
উক্ত দিবসটি উপলক্ষে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে রোকেয়ার জন্মস্থান পায়রাবন্দ গ্রামে রোকেয়ার স্মৃতিস্তম্ভে একে একে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা৷ পরে তিনদিন ব্যাপি বেগম রোকেয়া মেলা পরিদর্শন করেন অতিথিবৃন্দরা।