বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন
মাহাবুব আলম- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি.
“সময় মতো বিল দিবো ঝামেলা মুক্ত বিদ্যুৎ ব্যাবহার করবো, উন্নয়ন যদি চাই বিদ্যুৎ আশ্রয়ের বিকল্প নাই” এর প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠক বুধবার (১১ ডিসেম্বর) চাপোড় পর্বতীপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপ্রধান উপজেলার ডেপুটি জেনারেল ম্যানেজার নেজামুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, ডিস্টিক ডেপুটি জেনারেল ম্যানেজার আতাউর রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিপ, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান, সেক্রেটারির রজব আলী, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি সফিকুল ইসলাম শিল্পি প্রমুখ।
এছাড়াও বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ কর্মকর্তা কর্মচারীবৃন্দ স্থানীয় সামাজিক সাংস্কৃতিকব্যাক্তি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য স্থানী গ্রাহক আতাউর রহমান, খগ্রমোহন, জাফর আলী, আপেল মাহমুদ, পাঞ্জাব উদ্দিনসহ অনেকেই বলেন মিটার ভারা বন্দ করতে হবে। কৃষকের ট্রান্সফরমার ফ্রী দিতে হবে। বিদ্যুৎ নিয়ে গ্রাহকদের কে হয়রানি করা যাবেনা।
এনিয়ে ইউএনও ও পল্লী বিদ্যুৎ জেনারেল ম্যানেজার বলেন, উপরমহলের সঙ্গে কথা বলে সকল সমস্যার সমাধান দেওয়া হবে।