বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন
মাহাবুব আলম- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি.
ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার পৌর শহরের স্ব-নামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার (১ জানুয়ারি) ২০২৫ইং সকালে সারা দেশের ন্যায় আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের উদ্বোধন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমাউদ্দিন, উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা হাবিবুর রহমান, সহকারী শিক্ষা অফিসার জাহিদ হোসেন ও সীমান্ত বসাক, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রহমান সহ স্কুলের সহকারী শিক্ষক ও শিক্ষার্থী, অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- প্লে, ১ম, ২য় ও ৩য় শ্রেণীর সকল শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।