বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তি.
নববর্ষের প্রথম দিনে রাজশাহীর মোহনপুরে শীতার্ত দুঃস্থ অসহায়দের মাঝে লেপ বিতরণসহ বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি।
মোহনপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পরিষদ, রাজশাহীর আয়োজনে বুধবার (১ জানুয়ারি) ২০২৫ইং সকাল ৯টায় উপজেলা পরিষদ হলরুমে লেপ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা। এসময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) যু্গ্মসচিব তরফদার মোঃ আক্তার জামীল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহঃ রেজা হাসান।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, থানা কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান, কৃষি অফিসার কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার তারিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, খাদ্য কর্মকর্তা নুরুন নবীসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
লেপ বিতরণ শেষে বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি ইউএনও, নির্বাচন, খাদ্য গোডাউন, বাকশিমইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এসিল্যান্ড অফিস, এগ্রো আমান কোল্ড স্টোরেজ ও মৌগাছি বাজারে একটি ধানের চাতাল পরিদর্শনের সময় খাড়ইল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি দশম শ্রেনীর শিক্ষার্থীদের সাথে শ্রেণী কক্ষে বসে শিক্ষকের পাঠদান দেখেন এবং শিক্ষক শিক্ষার্থীদের সাথে নতুন বছরে পাঠদান সম্পর্কিত আলোচনা শেষে সংশ্লিষ্টদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।